চলতি মাসে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাতে পারে হাজারে।।

0
11

বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।

দেশে নমুনা সংগ্রহের তুলনায় কমেছে আক্রান্তের হার।র্সবোচ্চ  প্রায় ৬ হাজার পরীক্ষায় শনিবার (২ মে) আরো ৫৫২ জনের দেহে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মারা গেছেন আরো ৫ জন, যাদের সবাই ঢাকাবাসী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। সুস্থ হয়েছেন ৩ জন। দুপুরে নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে করোনা ছড়ানোর জন্য মে মাসকে বলা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপুর্ণ। স্বয়ং স্বাস্থ্য অধিদফতরের আভাস হলো, এ মাসে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাতে পারে হাজারে।

এ পরিস্থিতিতে শনিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, একদিনে প্রায় ৪ শতাংশ নমুনা বেশি সংগ্রহ করে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ৫৫২ জন শনাক্ত হয়েছেন। যা গতকালের চেয়ে প্রায় ১ শতাংশ কম। মৃতের তালিকায় যোগ হয়েছে আরো ৫ জন। সুস্থ হয়েছেন ৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত মোট আক্রান্তের ৮৩ দশমিক শুন্য ৭ শতাংশই ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম আক্রান্ত রাজশাহীতে।
এছাড়া বুলেটিনে সামাজিক দূরত্বকে আবারো সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here