চট্টগ্রামে আল্ হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসার ১ম সালানা জলসা অনুষ্ঠিত।।

0
89

মোঃ সিরাজুল মনির

চট্টগ্রাম ব‍্যুরো প্রধানঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও নুরে মদিনা আল্ হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসার ১ম সালানা জলসা ও নতুন কোরআন হাফেজদের দস্তার ফজিলত উপলক্ষে মিলাদ মাহফিল চট্টগ্রামের পাঁচলাইশ থানার আতুরার ডিপো মাদ্রাসা প্রাঙ্গনে আজ(১৬ নভেম্বর )অনুষ্ঠিত হয়।
আশেকানে আউলিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ‍্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান শায়কুল হাদিস আল্লামা হাফেজ কারী সোলাইমান আনছারী, উদ্ভোধন করেন আল হাসনাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন আনোয়ারী, প্রধান বক্তা ছিলেন গাউছিয়া তৈয়বীয়া সুন্নীয়া মাদ্রাসার সহকারী সুপার আলহাজ মাওলানা নুরুল ইসলাম রহীমি কাদেরী, বিশেষ অথিতি ছিলেন হাজী মুহাম্মদ শামসুল আলম, হাজী মুহাম্মদ আলী সওদাগর, হাজী মুহাম্মদ আবুল হোসেন তালুকদার, আলহাজ মাওলানা ইউসুফ। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ দিদারুল মোস্তফা কাদেরী।
মাহফিল শেষে সফলতার সহীত কোরআনে হাফেজ সম্পুন্ন করায় মাদ্রাসার ১০ জন ছাত্রকে দস্তারবন্দী করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here