গৌরনদীতে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।

0
8

 

খোকন হাওলাদার,

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের স্বাস্থ্যবিধি প্রতিপালন ও ক্রেতা-বিক্রেতাগনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল জেলার দশটি থানা এলাকায় (গরু-ছাগলের) হাটের ইজারাদারগনের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখা ক্রেতা-বিক্রেতা ও হাটে আগত সকলের জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করা, হাটের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা, জাল টাকা শনাক্তকরণে পুলিশের সহযোগিতা নেওয়া (জাল টাকা শনাক্তকরণ এর মেশিন), ইজারাদারদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় ইজারাদারগন গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সর্বাত্তক প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গৌরনদী থানা এলাকার পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ জনাব মোঃ শাহজাহান হোসেন, পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আঃ রব হাওলাদার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ও অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পশুর হাটের ইজারাদারগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here