খোকন হাওলাদার
বরিশাল প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দিনভর কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ১০টায় শবীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার জনাবঃ বিপিন চন্দ্র বিশ্বাস এর নেতৃত্ব উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাবঃ সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র জনাবঃ মোঃ হারিছুর রহমান এর নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ নেতৃবৃন্দ, ফুলের শ্রদ্ধাজলি প্রদান করেন।
এ সময় আরো উপস্তিত ছিলেন সহকারি কমিশনার ভূমি অফিসার জনাবঃ মোঃ আরিফুর রহমান প্রিন্স, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাবঃ মোঃ আফজাল হোসেন কতৃক শ্রদ্ধাজলি প্রদাননের পাশাপাশি যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।