বাংলার রূপ বিনোদন ডেস্ক।।
ও ভাই রে পিরিতি কাঁঠালের আঁঠা
ও ভাই রে পিরিতি কাঁঠালের আঁঠা
সে আঁঠা লাগলে পরে ছাড়ে না
গোলেমালে গোলেমালে পীরিত করো না
গোলেমালে গোলেমালে পীরিত করো না..।
পিরিতির রীতি জানো না
আরে করলে পীরিত হয় বিপরীত,
পরে ঘটবে যন্ত্রনা (2),
যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে
ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না
গোলেমালে গোলেমালে পীরিত করো না
গোলেমালে গোলেমালে পীরিত করো না..।।
ওরে এক ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
অরে পীরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে
ও ভাই পা ধুয়ে খেলে (2)
পিরিতির জাতের বিচার করতে গেলে
পিরিতির জাতের বিচার করতে গেলে
ভাই রে ভাই মিলবে না চাঁদের কনা
মিলবে না চাঁদের কনা..
গোলেমালে গোলেমালে পীরিত কোরো না
গোলেমালে গোলেমালে পীরিত কোরো না..।।
পিরিতির জগ ডুমুরের ফুল
পিরিতির জগ ডুমুরের ফুল
যেন আলেকলতার মূল
ভাবনা জেনে করলে পিরিতি জীবের হবে ভুল,
এক পিরিতি শিব–সশল বাসি
আর এক পিরিতে নোদের গোরা নিমাই সন্ন্যাসী
হলো নিমাই সন্ন্যাসী
আবার গীত গোবিন্দ পদ্মাবতী
আবার গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা
গোলেমালে গোলেমালে পীরিত করো না।।ঐ