স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন গোপালপুর পৌর নির্বাচনকে ঘিরে গোপালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রভাষক ইকবাল হোসেন রিপন পৌরসভা নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও প্রচারনা শুরু করেছেন অনেক আগে থেকে।
সর্বত্রই আলোচনা হচ্ছে কে পাচ্ছেন মেয়র পদে আ’লীগের মনোনয়ন।
সম্ভাব্য প্রার্থী হিসাবে নিজের পরিচিতি পাইয়ে দেওয়ার জন্য পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। নিজেদের প্রার্থীতা জানান দেওয়ার জন্য পৌর শহরে মতবিনিময় ও মটর সাইকেল শোডাউন করতে দেখা গেছে তাকে।তিনি পৌর এলাকায় বিভিন্ন গ্রামে, মহল্লায়, পাড়ায়, ওয়ার্ডে ছোট ছোট সভা করে ভোটের কর্মী ও সমর্থকদের সংগঠিত করছেন। পৌরসভার উন্নয়নে ভোটারদের নানা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন।রাজনৈতিক ভাবে পৌরসভাটি খুবই গুরুত্বপূর্ণ বিধায় আ’লীগ ক্লিন ইমেজের কাউকে নমিনেশন দিয়ে ভোটের মাধ্যমে মরিয়া হয়ে উঠেছে। গণসংযোগ এর সময় তিনি বলে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতিক দেয় ও জনগণ যদি ভোটের মাধ্যমে আমাকে জয়ী করে আমি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠনের উদ্যোগ গ্রহণ করে যুব উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করবো।