স্টাফ রিপোর্টারঃ-
গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী
প্রভাষক ইকবাল হোসেন রিপন গোপালপুর পৌরসভার বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন। গণসংযোগ এর এক সময় সংক্ষিপ্ত কিছু কথা বলেন সে সময় তিনি বলেন গোপালপুর পৌরসভায় অনেক সমস্যা আছে।সেগুলো একেবারে সমাধান করা সম্ভব নয়।পরজায় ক্রমে সমাধান করবে।
১. প্রতি বছর পৌর ট্যাক্স বাড়লেও পৌর বাসী তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
২.জলাবদ্ধতা দূর হয় নাই।
৩.ড্রেনেজ ব্যবস্থা নাই বল্লেও চলে।
৪.রাস্তায় বৈদ্যুতিক বাতির বেহাল দশা বৈদ্যুতিক বাতির নাই বললেই চলে।
৫.কোনো প্রকার বিনোদন কেন্দ্র গরে উঠে নাই বিধায় বৃদ্ধ বনিতা একটিই স্থান হল চা,পানের দোকান!!
সেখানে বসেই একই সংগে চা পান এবং ধুমপান করছে যাহা অত্যন্ত দৃষ্টিকটু।
৬. বাজার ব্যবস্থা পনা খুবই দূর্বল।
৭.পৌরসভায় কোনো পাবলিক লাইব্রেরি নাই।
৮.রাস্তায় চলমান যানবাহনের জন্য নেই স্ট্যান্ড ফলে রাস্তায় উপর দাঁড়িয়ে থাকা রিক্সা,সিএনজি,অটোরিকশা,
বাস,ট্রাকের জন্য প্রতিনিয়ত চলছে
যানজট।
৯.গোপালপুর পৌরসভার আগামী প্রজন্মের জন্য কোনো প্রকার ইতিবাচক পরিকল্পনা একেবারেই নেই।
১০.পৌরসভার কৃষিজমিকে বিভিন্ন প্রকার শিল্প, ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এলাকার সকল জমিকে অকৃষি জমিতে পরিনত করে
এলাকার বেকার যুব সমাজকে কাজের সুযোগ সৃষ্টি করা সহ
এমন অনেক সমস্যার সমাধান করতে চাই ইনশাল্লাহ।
যদি আমাকে জননেত্রী শেখ হাসিনা গোপালপুর পৌরসভা মেয়র পদে মনোনয়ন দেন আমি এগুলো সমস্যার সমাধানে জন্য কাজ করবো।জনগণকে একটি মানসম্মত পৌরসভা উপহার দেব।