স্টাফ রিপোর্টারঃ
মুঠোফনে তাকে জিজ্ঞেস করা হয় তিনি মেয়র হলে গোপালপুর কে আধুনিক শহরে রূপান্তর করতে আপনি প্রথমে কোন বিষয়ে গুরুত্ব দেবেন বা কি কি বিষয়ে আপনার পরিকল্পনা রয়েছে? প্রভাষক ইকবাল হোসেন রিপনঃতিনি বলেন আমি মেয়র নির্বাচিত হলে অর্থনীতি, শিল্প-সাহিত্য, সংস্কৃতি থেকে সবক্ষেত্রেই পৌরসভাকে সমৃদ্ধ করতে ঐতিহ্যের সমন্বয়ে আধুনিকভাবে গড়ে তোলা হবে গোপালপুর পৌরসভাকে।
নাগরিকের মানবিক উন্নয়নে আপনার পরিকল্পনা কি?
তাকে জিজ্ঞেস করলে,বলেন
প্রভাষক ইকবাল হোসেন রিপনঃপৌরসভার সেবা গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধী, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদন চর্চায় নাগরিকদের সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠনের মধ্য দিয়ে নাগরিক কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া এলাকাভিত্তিক লাইব্রেরী, সংস্কৃতির বিকাশ ও চর্চাকেন্দ্র তৈরিতে প্রণোদনা দেওয়া হবে।
স্বাস্থ্যসম্মত পৌরসভা গঠনে আপনার কি কি পরিকল্পনা রয়েছে?
প্রভাষক ইকবাল হোসেন রিপন:উন্নত ও সুন্দর জীবনের জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ স্বাস্থ্যসম্মত পৌরসভা। মশার উৎপাত নাগরিকদের অন্যতম স্বাস্থ্য সমস্যার একটি। তাই মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হবে। ফরমালিন মুক্ত ও নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি বিভিন্ন বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। আবরান হেলথ কেয়ার বা নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে স্বল্প-নিম্ন আয়ের নাগরিকদের সুলভে চিকিৎসা দেয়া হবে। নগর স্বাস্থ্যসেবাকে আরো প্রসারিত করা হবে।