গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় চালক সহ দুইজন নিহত হয়েছেন, ও আহত হয়েছেন আরো একজন।
আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে,গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার কাশিয়ানী উপজেলার, শংকর পাড়া গ্রামের আব্দুল মান্নান শিকদার (৬০),তার পিতার নাম আইন উদ্দিন সিকদার। এছাড়া সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাজমিস্ত্রি মনজুর সরদার (৩৮) তার পিতার নাম মোতালেব সরদার।
এই ঘটনায় আহত হন নিহত মঞ্জুর সরদারের ছেলে হৃদয় সরদার (১৮)। আহতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতারা প্রায় আধা ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন বলে পুলিশের পক্ষ থেকে জানা যায়।
এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর কে জানান, নিহত মঞ্জুর ও তার ছেলে আহত হৃদয় রাজমিস্ত্রির কাজ করেন।তাই কাজের উদ্দেশ্যে,আজ সকালে একটি ইঞ্জিনচালিত ভ্যানে পুলিশ লাইন এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন।
ঘাতক কাভার্ডভ্যানটি বিজয়পাশা থেকে পুলিশ আটক করেছে বলে জানা যায়।