গুরুদাসপুরে মহিলা ইউপি সদস্যকে পিটিয়ে আহত।

0
6
মুসা আকন্দ
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মর্জিনা খাতুন (৪৮) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মৃত লজের আলীর ছেলে আব্দুল বারীর বিরুদ্ধে। বুধবার সকালে শিকারপুর নদীর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, এর আগে মর্জিনার লোকজন আব্দুল বারীকে মারধর করে। সেই জেরে মর্জিনার ওপর হামলা চালিয়ে মারপিট করে আব্দুল বারী, শাহাদত হোসেন, বুদ্দু মোল্লাসহ বেশ কয়েকজন। মারপিটের সময় ধাক্কা খেয়ে পড়ে গেলে মর্জিনার বাম পা কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ইউপি সদস্য মর্জিনা জানান, মঙ্গলবারে তার ছেলে নাজমুল হকের হাত ভেঙ্গে দিয়েছে। পরের দিন বুধবার তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।
অভিযুক্ত আব্দুল বারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, মর্জিনার ছেলেকে মারপিটের ঘটনায় মামলা হয়েছে এবং ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here