গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন চলছে।

দৈনিক বাংলার রূপ

0
7

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে।পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী (২৫ মে) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।এই ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এ। এ নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নির্বাচনী এলাকায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা নির্বাচন কমিশনের।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ সিটি ভোটকে নির্বাচন বিশ্লেষকরা,নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে দেখছেন ।
রাজধানীর পার্শ্ববর্তী সিটি করপোরেশনের এই নির্বাচন শুধু গাজীপুর নয়, দেশে ও দেশের বাইরের অনেকেরও দৃষ্টি। দেশের সবচেয়ে বড় এ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

তব নির্বাচন কমিশন্ও এ নির্বাচনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের নিরপেক্ষতার বড় পরীক্ষা হিসেবেই দেখছে। প্রতিটি কেন্দ্রের সব ভোট কক্ষেই সিসিটিভি স্থাপন করা হয়েছে। ঢাকায় নির্বাচন ভবন থেকে সিসিটিভির মাধ্যমে ভোট গ্রহণের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ।

ভোটগ্রহণে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, তিন হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ছয় হাজার ৯৯৪ জন পোলিং অফিসার কাজ করছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন , নারী পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটকেন্দ্র ৪৮০টি। আর ভোটকক্ষ তিন হাজার ৪৯৭টি।

এসব ভোটকক্ষ এবং ভোটকেন্দ্রে মোট চার হাজার ৪৩৫টি সিসিটিভি স্থাপন করা হয়েছে।
নির্বাচনে মেয়র পদে আটজন, কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ডে ৭৮ এবং সাধারণ ওয়ার্ডে ২৪৫ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। গতকাল এই দুই প্রার্থীই নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন।
তবে কঠোর অবস্থান জানান দিতে গিয়ে গতকাল বিকেলে ভোটারদের হুমকি দেওয়ায় ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন।