আব্দুস সালাম( জয়),ঝিনাইদহ,কালীগঞ্জ।।
ঝিনাইদহ কালীগঞ্জ বারবাজার থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বারবাজার নির্মানাধীন হাইওয়ে থানার পাশের একটি বাঁশ বাগানের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়। বাঁশের সাথে ওই ব্যক্তির গলায় গামছা পেঁচিয়ে ঝুলানো ছিল। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মুহঃ মাহফুজুর রহমান মিয়া জানান, শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় তার গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ছিল। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ও মানষিক ভারসাম্যহীন হতে পারে। তবে ময়নাতদন্তের পর বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।