গর্ভকালিন সময় মায়েদের যেসব ফল না খাওয়ানোই ভাল।

0
60
  1. ডেস্ক রিপোর্ট ।

ফল সাস্থ্যের জন্য উপকারী কম বেশি আমরা সবাই জানি।তবে কোন কোন সময় কিছু ফল শরিরের জন্য ক্ষতির কারণ হয়ে দারায়।তাই বিশেষঞ্জদের মতে গর্ভকালিন সময় কিছু কিছু ফল খাওয়া নিষেধ করা হয়েছে।এর মধ্যে অন্যতম হল আনারস,কারণ আনারসে রয়েছে প্রচুরপরিমাণ ডেমোলিন যা মাতৃকালিন সময় মায়েদের জরায়ু নমনীয় করে,এতে করে যথাযথ সময়ের আগেই প্রসববেদনা শুরু হতে পারে কিংবা মিস কেরেট হতে পারে।তাই বিশেষঞ্জদের মতে মাতৃকালীন সময় আনারস খাওয়া উচিত নয়।

আরেকটি ফল হলো কাচা পেপে ও আধাপাকা পেপে।কাচা পেপেতে রয়েছে প্রচুর পরিমাণ ল্যপেক্চ নামক উপকরন,যা ঘনিভূত হয়ে জরায়ুকে সংকোচন করে,তাই কাচা পেপে না খাওয়া ভালো ।তবে পাকা পেপে খাওয়া ভালো,পাকা পেপেতে রয়েছে বিভিন্ন রকম ভিটামিন  যা শিশুর শারীরিক গঠনে সহযোগিতা করে ও কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে।

 

আঙ্গুর ফলটি আমাদের কম বেশি সকলেই পছন্দ করি,তবে গর্ভকালে আঙ্গুর না খাওয়াটাই ভালো।কারণ পোকামাকড় এর থেকে রক্ষা করার জন্য আঙ্গুর গাছে ও ফলে প্রচুরভাবে প্রেস্টিসাইট নিমক বিষ স্প্রে করা হয়,এই বিষ পানি দিয়ে ধুলেও পুরোপুরি মুক্ত হয় না,তাই বিশেষঞ্জরা আঙ্গুর ফল না খাওয়াটাই ভালো মনে করেন।এছারাও আঙ্গুরে থাকে প্রচুর রিচ ভেরাইটাল যা সন্তান সম্ভবা মায়ের শরিরে বিষক্রীয়া ঘটাতে পারে।তাই গর্ভকালিন সময় কোন ফল খাওয়া যাবে এবং কোনটি খাওয়া যাবেনা এটা বিশেষঞ্জদের সাথে পরামর্শ করে নেয়া উচিত।

বাংলার রুপ,সাস্থ্য টিপস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here