গফরগাঁও প্রতিনিধি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রসুলপুর আঞ্চলিক সড়কে,গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সদস্যের একজন নিহত হন।
ওই ডাকাত সদস্যের নাম মোতালেব হোসেন (৪২),তিনি রসুলপুর ছয়আনি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ বাংলার রূপ নিউজ 24 কে জানান, বৃহস্পতিবার রাতে একদল ডাকাত গফরগাঁও রসুলপুর সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবর পেয়ে আমাদের গোয়েন্দা পুলিশের দুটি দল রসুলপুরে অভিযানে যায়, তখন ডাকাত দলএরা পুলিশের উপস্থিতি টের পেয়ে, পুলিশের উপর গুলি চালায়, তখন পুলিশের আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়, এসময় দুপক্ষের তুমুল গোলাগুলিতে মোতালেব গুলিবিদ্ধ হয়,ও তার সহযোগীরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তখন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক, মোতালেব কে মৃত্য বলে ঘোষণা করেন।
গোয়েন্দা পুলিশের( ওসি )শাহ কামাল আকন্দ আরো বলেন, এ অভিযানে পুলিশের সাব-ইন্সপেক্টর আকরাম হোসেন আহত হয়েছেন।
শাহ কামাল জানান,এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।