খাগড়াছড়িতে এইচএসসিতে ফলাফল বিপর্জয়

0
17

চেঙ্গী পতিবেদক :

পার্বত্য খাগড়াছড়িতে উচ্চ মাধ্যমিকের ফলাফলে বিপর্জয় ঘটেছে। ২০১৬ সালে পাসের হার থেকে ৬ শতাংশ নেমে এসেছে খাগড়াছড়ির উচ্চ মাধ্যমিকের ফলাফলের পাশের হার। যা গেল বছরের ফলাফলের হার ৫০.১৬ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৪৪.৬৩ শতাংশ। একই সাথে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। গত বছর ৯ জন জিপিএ-৫ পেলেও এবার সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪ জনে। এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া  ৫ হাজার ৫‘শ ৪৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ হাজার ৪‘শ ৬০ জন পরীক্ষার্থী।

এ বছর ভালো ফলাফল করে এগিয়ে রয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১‘শ ৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৬ জন। গড় পাশের হার ৯৩.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। আর সবচেয়ে খারাপ ফলাফল করেছে জেলার মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ। এ কলেজ থেকে ৭‘শ ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২‘শ ৭জন। পাশের হার ২৮.৭৫ শতাংশ।

আর প্রথমবারের মতো পরাীক্ষায় অংশ নিয়েই চমক সৃষ্টি করেছে গুইমারা কলেজ। গুইমারা কলেজ থেকে ৮১জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯জন। এ কলেজের গড় পাশের হার ৮৫.১৪ শতাংশ। এ ফলাফলে উচ্ছসিত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

খাগড়াছড়ি সরকারি কলেজে ৯‘শ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪‘শ ৫ জন। পাশের হার ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। রামগড় সরকারী কলেজে ৩‘শ ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১‘শ ৬৮ জন। গড় পাশের হার ৪৫.০৪ শতাংশ। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ৪‘শ ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২‘শ জন। পাশের হার ৪০.৪৯ শতাংশ।

অন্যদিকে দীঘিনালা ডিগ্রী কলেজে ১ হাজার ৮৩ জন পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ৪‘শ ৫৬ জন। পাশের হার ৪২.১০ শতাংশ। মানিকছড়ি গিরি মৈত্রি ডিগ্রী কলেজে ৭‘শ ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩‘শ ২৬ জন। গড় পাশের হার ৪৪.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। পানছড়ি কলেজে ৬‘শ ১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩‘শ ৭৭ জন। গড় পাশের হার ৬১.৬৬ শতাংশ। মহালছড়ি কলেজে ৪‘শ ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১‘শ ৫৬ জন। গড় পাশের হার ৩৫.৩৭ শতাংশ।

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here