খবর প্রকাশের পর ঘর পাচ্ছেন গোয়ালঘরে থাকা ৭৫ বছরের বৃদ্ধ ও তার মেয়ে।

0
5

 

মোঃ অপু মিয়া
বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলায় নিজের কোন ঘর না থাকায় প্রতিবেশীর গোয়াল ঘরে বাস করা ৭৫ বছরের বৃদ্ধ ও তার ১৪ বছরের মেয়ের জীবন বিপন্ন। গোয়াল ঘরে

বাস করা বৃদ্ধ মকবুল হোসেন হাওলাদার এবং তার কিশোরী মেয়ে মিম এর মানবেতর জীবন যাপনের এই গল্প কাঁদাচ্ছে বিবেককে।

গবাদিপশুর বর্জ্যরে মধ্যে নিরুপায় হয়ে বাস করা আশ্রয়হীন ওই বৃদ্ধর শেষ বয়সে যেন দেখারও কেউ নেই। তীব্র শীতে গোয়াল ঘরের স্যাঁতসেতে মেঝেতে বিছানো খরকুটা ছেড়া কম্বল এখন তার এবং মেয়ের ভরসা। রোগাক্রান্ত শরীর নিয়ে কোনদিন কখনও খেয়ে আবার কখনও না খেয়েই দিন যাচ্ছে ৭৫ বছরের মকবুল হাওলাদার এবং তার ১৪ বছর বয়সী মেয়ে মিম এর।

অসহায় মকবুল হাওলাদারকে নিয়ে ১৪ ডিসেম্বর আমাদের সময় ডট কম এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের আলোতে এবং ১৫ ডিসেম্বর যমুনা টেলিভিশনে প্রচার হলে সংবাদটি নজরে আসে পুলিশের আইজিপি ডক্টর বেনজীর আহমদের সহধর্মিণী (পুনাক) সভানেত্রী জীশান মির্জার।

মিডিয়া পাবলিক রিলেশন পুলিশ হেডকোয়ার্টার এর এ আই জি মো. কামরুজ্জামান বিলেন, সভানেত্রী জীশান মির্জার নজরে সংবাদটি আসলে তিনি খুব কষ্ট পান। বৃদ্ধ খুব মানবেতর জীবন যাপন করছেন। যত দ্রুত সম্ভব তাকে একটি বসবাসের উপযোগী ঘর করে দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here