কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন।।

0
19
এলাহী শাহরিয়ার নাজিম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম হচ্ছে আধুনিক ক্রীড়া নগরী এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও নতুন মেয়াদে কমিটি গঠন করা হয়। এসময় সভাপতিত্ব করেন বিপ্লবী ফুটিবল প্রতিষ্ঠাতা জালাল হোসেন লাইজু।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রাম তিতাস হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভাসহ কমিটি গঠন করা হয়।
এসময় নতুন কমিটিতে সভাপতি ফিরোজ আহমেদ,সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহম্মেদ এর নাম ঘোষণা করেন কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা জালাল হোসেন লাইজু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড.এ.কে.এম আহসান হাবীব নীলু। কুড়িগ্রাম পৌর সভার সাবেক মেয়র এ্যাড, আবু বক্কর সিদ্দিক, কুড়িগ্রাম পৌর সভার সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মতিন সরকার।
অত্র অনুষ্ঠানে বিভিন্ন সংগঠক, খেলোয়াড় ও মিডিয়া ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত আমন্ত্রিত অতিথি সবাই সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে জানায়, সকলের সম্মিলিত প্রচেষ্টা সহযোগিতা ও ভালবাসায় এগিয়ে যাবে ক্রীড়া নগরী হিসেবে আমাদের সম্ভাবনার কুড়িগ্রাম।
তারা আরও বলেন,এবারের কুড়িগ্রাম ক্রীড়া উন্নয়ন সমিতি প্রত্যয় নব উদ্যমে ফুটবল ক্রিকেটসহ সমস্ত ইভেন্ট নিয়ে কাজ করবে আর এগিয়ে নিবে ক্রীড়া নগরী হিসেবে সম্ভাবনার কুড়িগ্রাম কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here