কুড়িগ্রামে বন্যায় অসুস্থতার শিকার মানুষদের বিএনপি’র পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থসেবা প্রদান।

0
13
এলাহী শাহরিয়ার নাজিম
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসুস্থতার শিকার মানুষকে বিএনপি’র পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থসেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার দুপুর দুইটায় জেলা শহরের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কর্মসূচি’র উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জেলা বিএনপি’র সিনিয়র সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন, ‘‘আমরা এসেছি এখানকার মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেয়া। আজকে কয়েকটা ফ্লাইওভার হয় ঢাকায়। মেঘা প্রজেক্ট। এই মেঘা প্রজেক্টের টাকাতো যায় আওয়ামীলীগের নেতাকর্মীদের পকেটে। এইটাতে গ্রাম বাংলার কোন উন্নতি হয়নি। একটা বন্যা হলে ক্ষেতের ফসল, গবাদিপশু, মানুষের ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here