এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রৌমারীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় রৌমারী থানার ৬টি ইউনিয়নে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ, মসজিদের ইমামগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা সাম্প্রতিককালে সমগ্র দেশব্যাপী বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্য করতে যারা নারী ধর্ষণ ও নারী নির্যাতনের মহা উৎসবে মেতে উঠেছেন তাদের সর্তক করে বলেন, অপরাধিরা যত শক্তিশালি হোক তাদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে।