বাংলার রূপ,
কালুখালি(রাজবাড়ী)প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খরখরিয়া গ্রামের ঠাকুরবিলে মোহাম্মদ সিদ্দিক খার পুকুরে বিষ প্রয়োগে মাছ মারাকে কেন্দ্র করে তিনজনের নামে মিথ্যা সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। গত ২৮ তারিখে বৃহস্পতিবার সন্ধ্যা আটটার সময় সিদ্দিক খার পুকুরে বিষ প্রয়োগে মাছ মারা হয় এই সূত্র ধরে মোহাম্মদ জালাল মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।অভিযুক্ত ব্যক্তি তিনজনের একজন মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে ২৮ তারিখ বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত আমি মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর মোল্লার সাথে তার অফিসে ছিলাম আমাকে সহ বাকি দু’জনের নামে মিথ্যা ও বানোয়াট ভাবে সাধারণ ডায়েরি করে হয়রানি করা হয়েছে এ বিষয়ে আমি সুষ্ঠু তদন্ত দাবি করি।এই বিষয়ে জানতে চাইলে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সাগর মোল্লা বলেন নাজিমুদ্দিনের নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কারণ ঘটনার দিন রাতে নাজিমুদ্দিন আমার সাথে আমার অফিসে ছিল তাকে হয়রানি করার জন্য তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে আমি এর সুষ্ঠু তদন্ত দাবি করি এই ভাবে যেন আর কারো নামে মিথ্যা অভিযোগ কেউ করতে না পারে। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন সিদ্দিক এবং জালাল মন্ডল এদের দুজনের জন্য গ্রামের অন্যয কোন মানুষ বিলে মাছ ধরতে যাইতে পারেনা। তারা দুইজনে অন্য কাউকে বিলে গিয়ে মাছ মারতেে দিবে না। যার কারণে তাদের পুকুরে মাছ না মরার সত্ত্বেও গ্রামের অসহায় মানুষের নামে মিথ্যা ও ভিত্তিহীন ভাবেথানায় সাধারণ ডায়েরি করেছেন আমরা সুষ্ঠু তদন্ত দাবি করি এবং এর বিচার চাই।