আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ, কালীগঞ্জ।।
ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে ৫ শত ৭ বোতল ফেন্সিডিলসহ শুকুর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সে যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুড়িয়া গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে।
বুধবার বিকালে উপজেলার পুড়াপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শুকুর আলীকে গ্রেফতার করা হয়।