কালীগঞ্জে অসহায় ছকিনা বেগম এখন সুখী,দরকার শুধুমাত্র একটি নলকুপ।

0
4
আব্দুস সালাম (জয়)
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের হুদাডাউটি গ্রামের ছকিনা বেগম। ১০ বছর আগে স্বামী বিলাত আলী জোয়ার্দারের মৃত্যুর পর থেকে অসহায় অবস্থায় দিন পার হত তার। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় একটি বাসগৃহ উপহার পান তিনি। সখিনা বেগমের তিন মেয়ে। তারা স্বামীর সংসার করছেন। পুত্র সন্তান না থাকায় বর্তমানে এই ঘরে তিনি একাই থাকেন। বিধবা ভাতার টাকায় চলে তার সংসার। তিনি বর্তমান সুখেই আছেন। এখন শুধু দরকার একটি নলকুপ। তাই বিষয়টি তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
এ ব্যাপারে জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল বলেন, সরকারের পক্ষ থেকে ছকিনা বেগমের দুর্যোগ সহনীয় একটি বাসগৃহ করে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুখে আছেন। সামনে সরকারের নতুন প্রকল্পের সুযোগ আসলে টিউবওয়েল দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here