কালিগঞ্জ উপজেলা কমিটি গঠনে প্রস্তুতি সভা।

0
47

 

 

আব্দুস সালাম (জয়),ঝিনাইদহ,কালীগঞ্জ।

 

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল ইউিনয়ন কমিটি গঠন ও বিজয় দিবস পালন প্রস্তুতির লক্ষে এক বিশেষ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বিকালে এই সভা অনুষ্ঠিত হয়।

 

শহরের ভুষন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। সভাতে আগানী ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে উপজেলাার সকল ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত সহ বিজয় দিবস পালন লক্ষে প্রস্তুতি গ্রহন করা হয়।

 

কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা আওয়ামীলীগের  সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিবলী নোমানী, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক তোরাফ আলী, আ’লীগ নেতা ওহিদুজ্জামান ওদু, ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতির ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারন সম্পাদক মনির হোসেন সুমন ও আ’লীগের সকল ইউপি চেয়ারম্যান সহ ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদকগন।

 

সভাতে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, তৃণমুলে আওয়ামীলীগের নেতা কর্মী সমর্থকদের সংঘবদ্ধ হতে হবে। এজন্য এইবার সকল ইউনিয়ন কমিটিতে যোগ্য ত্যাগী নেতাদের অন্তভু’ক্ত করে দলকে আরো শক্তিশালী করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here