আব্দুস সালাম জয়।
কালিগঞ্জ,ঝিনাইদহ।।
কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্টিত হচ্ছে। শনিবার সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্ষন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করবে। নির্বাচনে ১৬ জন প্রার্থী। নির্বাচিতরা শিক্ষা, ক্রিড়া, স্বাস্থ্য, পরিবেশ, পানি, বৃক্ষরোপন, অতিথি আপ্যায়ন ও উৎসব উদযাপন সহ মোট ৮ টি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পালন করবে। বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৮৭৩ জন।
২০২০ সালের স্টুডেন্ট কৈবিনেট নির্বাচন পর্যবেক্ষণ করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন,সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল।
প্রধান নির্বাচন কমিশনার ছাত্র এস কে মেহেদী হাসান জানায়, ২০২০ সালের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সুষ্টভাবে ভোট চলছে।ভোট ভাল ভাবে হওয়ার জন্য ১০ জন বি এন সি সি নিযুক্ত আছে। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের’ আয়োজন করা হয়। সে আরো জানায়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আট সদস্যের স্টুডেন্টস কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হতে পারে। একজন ভোটার সর্ব্বোচ ৮ টি ভোট দেবে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যে কোনো তিন শ্রেণিতে সর্ব্বোচ দুটি করে ভোট দিতে পারবে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। ৫ শ্রেণিতে ৫জন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হবে।
স্টুডেন্টস কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা তাদের প্রথম সভায় একজন প্রধান প্রতিনিধি মনোনীত করবে। একই সঙ্গে প্রত্যেকের দায়িত্ব বণ্টন এবং সারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি প্রতিটি শ্রেণি থেকে দুজন করে সহযোগী সদস্য মনোনীত করতে হবে, যারা নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা করবে। তবে তাদের ভোটাধিকার থাকবে না।