কায়েতপাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক সভা অনুষ্ঠিত।

0
4

খোরশেদ আলম

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্ৰেনেড হামলায় নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩১ আগষ্ট বিকালে কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলীর সভাপতিত্বে ও কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী রবি রায় এর সন্ঞলনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী,
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গাজী গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সেহেল, রূপগঞ্জ উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূঁইয়া, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ গোলাম রসুল কলি। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম,। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছর আলীর, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু,
ভার্চুয়ালী যুক্ত হয়ে মন্ত্রী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্ৰেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা ঘ্যাপন করেন।তিনি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য প্রার্থী নির্বাচন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here