কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও হত‍্যার হুমকি দেয়ায় আটক ছাত্র।

0
16

বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদকঃ

সাভারে এক কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।রোববার ৬ ডিসেম্বর সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।অভিযুক্ত শিক্ষার্থীর নাম রিফাত আহমেদ সজল (২৫),তার বাবার নাম সারোয়ার হোসেন।আটককৃত শিক্ষার্থী ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক  সাভার পৌরসভার গেন্ডা এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারন করে। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে চলতে থাকে ভয়ভীতি প্রদর্শন। ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে, থানায় অভিযোগ করলে ওই যুবক আরো বেপরোয়া হয়ে সাভার থানা রোডেই প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে সে আরো ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও গুলো শেয়ার করে দেয়।

বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here