মো:নুর আলম হোসাইন,(ফরিদপুর)সদরপুর প্রতিনিধি।।
সাড়াদেশে করোনা আতঙ্কের মাঝে কর্মহীন দিনমজুরদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেছে সদরপুর উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান এর উপস্থিতিতে, ২৯ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলার সদরপুর ও ভাষানচর ইউনিয়নের মোট ২০টি পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।
এছাড়াও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ত্রাণ বিতরণকালে হতদরিদ্রদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে গণসচেতনতার ব্যাপারে অবহিত করেন।
করোনা ভাইরাসের দুর্যোগকালে দিনমজুররা কর্মহীন থাকায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার বলেন, করোনা ভাইরাসের জন্য সদরপুর উপজেলার বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। দিনমজুরদের খাদ্য সংকট থাকায় প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে এাণ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঝে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।