করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের দাবী ইতালির।।

0
13

বাংলার রূপ,নিউজ ডেস্ক।

বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ‌্যাকসিন আবিষ্কারের দাবি করেছে ইতালির শীর্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টাকিস’। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, করোনা চিকিৎসায় মানুষের শরীরে ইতিবাচক কাজ করবে এ ভ্যাকসিন।

করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিবডি টেস্টের প্রস্তুতি গ্রহণ করেছে ইতালির স্বাস্থ্য বিভাগ। খুব দ্রুতই এই পরীক্ষা শুরু করা হবে বলেও জানায় তারা। এছাড়াও ভাইরাস শনাক্তকারী বিশেষ অ্যাপ‌সের ব্যবহার এ মাসেই শুরু করা হবে।

এদিকে ইতালিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মঙ্গলবার একদিনে মারা গেছেন ২৩৬ জন। আক্রান্ত হয়েছেন ১ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জনে।

লকডাউন শিথিল হলেও সোমবারের তুলনায় মঙ্গলবার রোম এবং মিলানের রাস্তায় মানুষের আনাগোনা ছিল কম।

ইতালিতে মঙ্গলবার মৃতের সংখ্যা কিছুটা বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে রাজধানী রোম এবং উত্তরাঞ্চলীয় শহর মিলানের রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা সোমবারের তুলনায় ছিল অনেক কম। বাংলাদেশি মালিকানাধীন কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও খুব একটা চোখে পড়েনি ক্রেতাদের আনাগোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here