বাংলার রূপ,নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান (৭০)। তার গ্রামের বাড়ি বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামে।
নিহত জিল্লুর রহমান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মমিন উদ্দিনের বড় ছেলে।
তিনি ২০০৮ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
জিল্লুর রহমানের ভাই ডা.পম্পে রহমান জানান, গত কয়দিন আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে ভর্তি হন জিল্লুর রহমান।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরে পড়ে বলে জানান তিনি।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।