কক্সবাজারে ট্রলার ডুবিতে ১৫ লাশ উদ্ধার জীবিত ৬৪ এরা সবাই রহিঙ্গা শরনার্থী।।

0
48

 

 

কক্সবাজার ব্যুরোঃ

 

নৌপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এবং জীবিত উদ্ধার করা হয়েছে ৬৩ জনকে এরা সবাই রহিঙ্গা শরনার্থী।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকালে ১৫ জনের লাশ ও ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়।এখনো নিখোঁজ রয়েছে আনুমানিক ৪০ জনের মত।

 

ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। মৃত্যুর  সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

জানা যায়, ট্রলার ডুবিতে নিহতদের মধ্যে সবাই  রোহিঙ্গা। তাদেরকে সেন্টমার্টিন জেটিঘাটে নিয়ে আসা হয়েছে।

 

স্থানীয় সংবাদকর্মী আবদুল মালেকএর বরাত দিয়ে জানা যায়  , এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে । জীবিত উদ্ধারকারীদের বিভিন্ন সহযোগিতা ও প্রাথমিক চিকিৎসা দিচ্ছে স্থানিয় প্রশাসন ।

 

 

জানা যায়, গতকাল রাতে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সাগরের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

 

উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানান, দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের হয়ে তারা মালয়েশিয়া উদ্ধেশ‍্যে  যাচ্ছিলেন।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব‍্যুড়ো প্রতিনিধি কে জানান, ডুবে যাওয়া ট্রলারের বেশিরভাগই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here