ঐতিহ্য পুনরুদ্ধারে রৌমারীতে গরুর গাড়িতে করে বিয়ে !

0
965

এলাহি শাহরিয়ার নাজিম,

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

গরুর গাড়িতে বিয়ে বর্তমান যেনো রুপকথার গল্পের মতো। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে যান্ত্রিক কোনো বাহনে নয়,গরু এবং গরুর গাড়িকে মনকারা সাজে সাজিয়ে নয়া বউকে ঘরে আনতে এমন গল্পের সৃষ্টি করলেন আরিফুজ্জামান আরিফ নামের এক যুবক।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলেজ পাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র আরিফুজ্জামান আরিফ ও একই ইউনিয়নের রৌমারী বাজারের বাশার ইসলাম বাচ্চু’র কন্যা বিসমি বাশারের বিয়েতে প্রায় ৪টি গ্রাম পাড়ি দিয়ে গরুর গাড়িতে বরযাত্রী আসার এমন চিত্র দেখা যায়।

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে

এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি

(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হেই হেই হেই হেই হেই হেই…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
ভরবেনা মন কোনো কিছু দিয়ে

হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা
(না না না না না না…)

ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হেই হেই হেই হেই হেই হেই…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে,,,,,,

কথা হয় সেই বর আরিফুজ্জামানের সাথে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়িতে বিয়ে! যেটি এখন প্রায় বিলুপ্তির পথে। তাই বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে যান্ত্রিক কোনো বাহনে নয়,গরুর গাড়িতে বউ ঘরে আনতে এমন আয়োজন।
তাছাড়াও আমার অনেক দিনের স্বপ্ন ছিলো বাবা ও দাদাদের মতো করে গরুর গাড়িতে করে লম্বাপথ পাড়ি দিয়ে বউ আনতে শশুর বাড়িতে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here