আব্দুস সালাম(জয়)
ঝিনাইদহ ,কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নে আব্দুল কাদেরের ১ বিঘা পুকুরে বিস্যাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে রাতের আধারে কে বা কাহারা মাছ নিধন করেছে।
শনিবার সকালে আনুমানিক ৬ টার দিকে গ্রাম বাসির নজরে পড়ে।গ্রাম বাসির অধিকাংশ মানুষের ধারনা রাতে গ্যাস ট্যাবলেট পুকেরে পানির সাথে মিশিয়ে দিলে তা বিষক্ত গ্যাসে পরিনত হয়ে পুকুরে সব মাছ নষ্ট হয়েছে।
আব্দুল কাদের তিনি জানান ৪৫ থেকে ৫০ কেজি মাছ নষ্ট হয়।এবং তিনি বলেন বিগত ছয় মাস আগে মাঠে ১০ বিঘা জমিতে পটল গাছ লাগানো ছিল সেই পটল গাছ গুলো রাতের আধারে কে বা কাহারা কেটে দেয়। তিনি জানান তাদের পাশের পাড়ার মোহাম্মদ আলম হোসেন,মোহাম্মদ কুদ্দুস হোসেন, মোহাম্মদ শহীদ কিছুদিন আগে তারা আব্দুল কাদেরের পরিবারের মারার হুমকি দেয়।
তাহার আনুমানিক ধারণা রাতে পুকুর পাড়ে এসে মোঃ আলম হোসেন, মোঃ কুদ্দুস হোসেন, মোহাম্মদ শহীদ তারা পুকুর পাড়ে এসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট মিশ্রন করে মাছগুলো তারাই নষ্ট করে দিয়ে যায়।