বাংলার রূপ মিডিয়া ডেস্কঃ
এস ডি প্রদীপ এর ‘বুকের ভিতরে’ গানের ভিডিও নির্মান করলেন পরিচালক অছিউজ্জামান মুরাদ।
এস ডি প্রদীপ কণ্ঠে বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় তিনি গেয়েছেন নতুন একটি গান। যার শিরোনাম ‘ বুকের ভিতরে ‘
আগামী ২৬ অক্টোবর সন্ধ্যায় গানটি প্রকাশ হতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান Bengal Tiger Media থেকে
এস ডি প্রদীপ আমাদের কে জানান
‘বুকের ভিতর’ গান টি একটি রোমান্টিক গান এই গানের সুর ও সংগীত করেছেন একাত্ত,কথা লিখেছেন রাফিউজ্জামান সলিট,গানটি গেয়েছি আমি এস ডি প্রদীপ ও বাধন।এটা আমার জীবনের প্রথম গান ছিল,মুরাদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে গান টি উপহার হিসেবে থাকবে,গান টি তে মুরাদ ভাই নিজেই অভিনয় করছেন।আশা করি গান টির ভিডিও অনেক ভালো লাগবে,আর আমাদের পাশে থাকবেন,নেক্সট টাইম আরো ভালো কিছু নিয়ে আসছি Bengal Tiger Media তে আপনাদের মাঝে,ভালোবাসা রইলো।
‘বুকের ভিতরে’ গানের ভিডিও নির্মাণ করেছেন অছিউজ্জামান মুরাদ
পরিচালক অছিউজ্জামান জানান,গানটি প্রথমবার শুনেই আমার ভালো লেগেছে,তাই কাল ক্ষেপন না করে আমি ভিডিওর কাজ শুরু করলাম, আর এমন একজন গুনী মানুষের গানে কাজ করাটা আমার সৌভাগ্যই বলা চলে,এস ডি প্রদীপ ভাই এর গানে এই প্রথম আমার কাজ হলো। আশা করি গান এবং ভিডিওর চিত্রায়ন দর্শকদের মন কেড়ে নিবে। আমাকে সব সময় কাজে উৎসাহিত করেন আমার গুরু Directors Guild-Bd Full Member ও পরিচালক পার্থীব মামুন ভাই
এতে মডেল হয়েছেন অছিউজ্জামান মুরাদ ও বিথী। চিত্রায়ণে ছিলেন Flim City Bd CEO নাদিম মাহমুদ নয়ন । সহকারি চিএায়ণে ছিলেন রাজন প্রিয়ম, সহকারি পরিচালক এ ছিলেন মাজহারুল ইসলাম
মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে Bengal Tiger Media