মাসুদ রেজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধু গণধর্ষণ মামলার রহস্য উদঘাটন ও ঘটনার মূল হোতা আব্দুল হাইকে (৫২) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন নন্দনগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল হাই উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রকোল গ্রামের মৃত ময়ান আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল হাই এ ঘটনার মূল পরিকল্পনাকারী। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে রোমহর্ষক এই ঘটনার দিয়েছে সে। সলপ রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য বসে থাকা ওই গৃহবধুকে তিনিসহ ৩জন মিলে কৌশলে ভ্যানযোগে তুলে নিয়ে যায়। বেতকান্দি তালতলা নির্জন এলাকায় নিয়ে গিয়ে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত যথাক্রমে বকুল, আব্দুল হাই, আমিরুল, ফরিদুল ও দুলাল ধর্ষণ করে। পরে আমিরুল সেখান থেকে ওই গৃহবধুকে আরও কিছু দূরে বেতকান্দি আমবাগানে নিয়ে যায়। সেখানে অন্তত ৫/৭ জন ব্যক্তি মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি দীপক কুমার দাস আরও বলেন, ওই গৃহবধুকে পৃথক স্থানে দুই দফায় ধর্ষণ করা হয়েছে। প্রথম দফার ধর্ষকদের পরিচয় জানা গেছে। দ্বিতীয় দফায় ক’জন ছিল সেটা আমিরুলকে গ্রেফতারের পরই জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে সেখানেও ৫/৭ জন মিলে ধর্ষণ করেছে। বাকী আসামীদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
প্রসঙ্গত, রবিবার (২২ আগস্ট) বিকেলে গৃহবধূর স্বামী স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলস্টেশনে যান। স্টেশনে পৌঁছানোর পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ের স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যানের ভাড়া পরিশোধের জন্য টাকা ভাঙাতে পাশের বাজারে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ ছিলো।
এরপর তিনি রাতভর স্ত্রীকে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। সোমবার (২৩ আগস্ট) সকালে ওই রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে উল্লাপাড়া পুলিশের সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন কিছু লোক তাকে কৌশলে অজ্ঞান করে স্টেশন থেকে তুলে নিয়ে ওই আমবাগানে রাতভর ধর্ষণ করে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।