উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান।

0
12

মোহাম্মদ কেফায়েত উল্লাহ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা পরিষদ ও পৌরসভার  পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ রোগিদের জন্য জরুরী চিকিৎসা সামগ্রী ও কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মধ্যে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলমের কাছে ১০ টি অক্সিজেন সিলিণ্ডারসহ  কোভিড-১৯ এর বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সাংসদ ও উপজাতিয় শরনার্থী  বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা)ফারজানা আক্তার ববি, জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সরকার জনগণের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনাকালে জনগণকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। করোনাক্রান্তদের উন্নত সেবা দিতে কোন প্রকার অবহেলা করছেনা। তিনি সকলকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ সরকারের কোভিড সংক্রান্ত নির্দেশনা মেনে চলার বিনীত অনুরোধ জানান।

করোনা সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দাড়ানোর জন্য উপজেলা পরিষদ ও পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খায়রুল আলম।

উল্লেখ্য, করোনা সংকটের শুরু থেকেই মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা,  মাস্ক ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here