ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী সদর ইউনিয়ন শাখার কমিটি সম্পন্ন।

0
65

মোঃফোরকান হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন।

শনিবার(১৬ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুলাদী সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফোরকান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিসান মাহমুদ এর সঞ্চালনায় বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উত্তম আদর্শ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলনের বিকল্প নেই।তিনি আরো বলেন ২০২২ সেশন ছাত্র আন্দোলনের জন্য একটি চ্যালেঞ্জের বছর কেননা আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং ভোট চোর সরকারকে প্রতিহত করতে ছাত্র আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের মাতুব্বর।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, নেতৃত্ব যোগ্যদের জন্য, একমাত্র যোগ্যরাই নেতৃত্ব দেয়ার অধিকার রাখেন, অতএব ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে এবং যোগ্যতাহীনদের বিতারিত করে সমাজের সঠিক নেতৃত্বের দায়িত্ব ছাত্র আন্দোলনকেই গ্রহণ করতে হবে। তাই তিনি সম্মেলনে উপস্থিত ছাত্রদেরকে সঠিক জ্ঞান অর্জন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্ভুদ্ধ করেন।এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও. মুহাম্মাদ বায়জিদ হোসেন নাঈম।ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সংগ্রামী যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী সদর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী মোঃ আল আমিন আকন,
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুলাদী সদর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মোঃ অহিদুল ইসলাম,বাংলাদেশ মুজাহিদ কমিটির মুলাদী সদর ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান খান,
ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোঃ ইনসানুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রধান বক্তা মোঃ আবু তাহের মাতুব্বর বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি মুহাম্মদ নাজমুল হুদা, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারদিন, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাইফুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সোহান হোসেন, অর্থ সম্পাদক মোঃ আরাফাত হুসাইন, মাদ্রাসা সম্পাদক‌ মুহাম্মাদ ইব্রাহিম, স্কুল ও কলেজ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম সদস্য মুহাম্মাদ রহমানের নাম ঘোষণা করেন।