ইরানের নোংরা উপাধি পাওয়া আমাউ হাজি আর নেই।

0
23

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ নিউজ এজেন্সি  (২৫ অক্টোবর )মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন।

 

আইআরএনএ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আমাউ হাজি অসুস্থ হওয়ার ভয়ে প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে গোসল করেননি।এছারাও জানাযায় তিনি অবিবাহিত ছিলেন।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, হাজি ‘অসুস্থ হওয়ার’  ভয়ে এত দিন গোসল করা এড়িয়ে গেছেন।

কিন্তু কয়েক মাসে আগে প্রথমবারের মতো গ্রামবাসীরা তাকে গোসলের জন্য একটি বাথরুমে নিয়ে গিয়েছিল।

২০১৩ সালে তার জীবন নিয়ে ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অব আমাউ হাজি’ (আমাউ হাজির অদ্ভূত জীবন) নামে একটি ছোট তথ্যচিত্র তৈরি করা হয়েছিল।