ইজাজ মাহমুদ বাঁধন এ-র সভাপতিত্বে শ্রীনগরে পালিত হল “প্রতিবাদী ছাত্র সংঘের”১ম সাধারণ সভা।।

0
124

মোঃ শুভ
মুন্সীগঞ্জ, লৌহজং প্রতিনিধি:

“অন্যায়ের বিরুদ্ধে সকলে একত্রে”এই স্লোগান দিয়ে,আজ(১৪ই আগস্ট,২০২০) ইজাজ মাহমুদ বাঁধন এ-র সভাপতিত্বে ঐতিহ্যবাহী শ্রীনগরে গঠিত হলো “প্রতিবাদী ছাত্র সংঘের” প্রথম সাধারণ সভা।১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়নের আংশিক কমিটি গঠিত হয় এই সাধারণ সভায়।

সমাজের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী এক-ঝাঁক তরুণ তরুণী নিয়ে গঠিত হয়েছে “প্রতিবাদী ছাত্র সংঘ”

এই বিষয়ে সভাপতি ইজাজ মাহমুদ বাঁধন এ-র কাছে জানতে চাইলে তিনি আমাদের জানান,সমাজের সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোসহ সমাজসেবার সেলের আওতায় দরিদ্ররা যাতে আর্থিক সহায়তা পায় সে বিষয়ে সজাগ থাকবে এই সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here