ইউপি নির্বাচন রূপগঞ্জে জাহেদ আলীর গলায় বিজয়ের মালা।

0
11

খোরশেদ আলম ,

রূপগঞ্জঃ

সব জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ের মালা পড়েছেন সরকার দলীয় প্রার্থী আলহাজ্ব জাহেদ আলী। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। জাহেদ আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৮৭৮ ভোট। জাহেদ আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিস্কৃত মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৭২২০ ভোট। এখানে মোট ভোটার ৫২৬১৩ টি।

অপরদিকে ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মোঃ আলমগীর হোসেন টিটু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৬৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সরকার দলীয় মনোনিত প্রার্থী এড. তৈয়ুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৯৮৩ ভোট।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার বলেন, অবাধ, নিরপেক্ষ ও শতভাগ সুস্ঠ নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো কেন্দ্র স্থগিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here