মোঃ সোহান আহমেদ সানাউল।
নিজস্ব প্রতিবেদক বাংলার রুপ।।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া নয়াপাড়া এলাকায় সরকারী জায়গা দখল করে বাড়ি নির্মাণ করায় কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। রোববার( ০৯-০২-২০২০)সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রোববার সকালে নয়াপাড়া এলাকায় মিজানুর রহমান মিজান নামের এক ভূমিদুস্য,কোন প্রকার নিয়ম নিতির তোয়াক্কা না করে ঢাকা জেলা পরিষদের সরকারী জায়গা দখল করে বেশ কয়েটি রুম তুলে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন।
পরে ব্যাপারটি এলাকাবাসির নজরে পরলে এলাকাবাসী বিষয়টি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরকে অবগত করেন।খবর পেয়ে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারী জমিতে ঘর নির্মাণ করার কাজ বন্ধ করে দেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তি মিজানুর রহমান মিজান ঢাকা জেলা পরিষদ থেকে লিজ নিয়ে তিনি সরকারী জমিতে বাড়ি নির্মাণ করছেন বলে দাবি করেন।তবে তিনি এসময় উপস্থিতিদের সামনে জেলা পরিষদ থেকে লিজ সংক্রান্ত কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন।
এবিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর সাংবাদিকদের বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের কোথাও কোন সরকারী জমি কাউকে দখল করতে দেওয়া হবেনা। এদিকে সরকারী ভূমি দখলকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।