ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তদের আগুন।

0
19

মো: জুয়েল রানা,

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল আহমেদের বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার সকালে উজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এটাই অপরাধ। চেয়ারম্যান নির্বাচত হওয়ার পর মানিককান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা জহির হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে আসামি করার পর থেকেই বাদী পক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে, আমার উপর হামলা চালিয়ে আমার গাড়ি ভাংচুর করেছে এবং আমাকে বাড়িতে আসতে দিচ্ছে না। তারই জের ধরে আমার পরিষদের অস্থায়ী কার্যালয় ও গোডাউনে শনিবার রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়েছে। এতে আমার ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও চেয়ারম্যান বাবুল আহমেদ আরো বলেন, আগুনের বিষয়টি আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনকে জানালে তিনি আমাকে খুব তীক্ষ্ণ ভাষায় কথা বলেন এবং এক পর্যায়ে বলেন ঘটনাটি নাটক বলেও মন্তব্য করেন ,যা আমি ওনার কাছে থেকে আশা করিনি। আমি এর সঠিক বিচার চাই।

এবিষয়ে নিহত যুবলীগ নেতা জহির মোল্লার পিতা আবুল হোসেন মোল্লার নিকট জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমি এখন কিছু বলবো না, সময় হলে সব বলবো।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন, আমি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, আমি রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে আসছি, এখন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here