ইংলেন্ড ৪৫ রানেই ৩ উইকেট হারিয়েছে।

0
21
স্পোর্টস ডেস্কঃ
টাইগারদের ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে প্রবল চাপের মুখে ইংলেন্ড। সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের স্পিনের ঘূর্ণিতে ৪৫ রানেই তারা ৩ উইকেট হারিয়েছে। রান তাড়ায় নামা ইংলিশদের আটকাতে প্রথম ওভারে সাকিব আল হাসানের হাতেই বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। ওভারের শেষ বলেই আসে সাফল্য। দলীয় ৪ রানে তামিম ইকবালের তালুবন্দি হয়ে ফিরেন বিপজ্জনক জেসন রয় (৪)। দলের রানও তখন ৪। এরপর তাইজুলের জোড়া আঘাতে ৪৫ রানে নেই ৩ উইকেট! এই স্পিনারের শিকার হয়ে ফিরেন ফিল সল্ট (১২) এবং জেমস ভিন্স (৬)।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৭.২ ওভারে ২০৯ রানে অল-আউট হয় বাংলাদেশ। পঞ্চম ওভারে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। ক্রিস ওকসকে স্কয়ার লেগ দিয়ে চমৎকার পুল শটে ছক্কায় উড়িয়ে পরের বলেই এলবিডাব্লিউ হয়ে যান লিটন দাস (৭)। রিভিউ নিয়েও লাভ হয়নি। বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কাটা দেন মার্ক উড। বোল্ড হয়ে যান অধিনায়ক তামিম ইকবাল (২৩)। শান্ত-মুশফিকের জুটি বেশ জমে উঠেছিল। তবে আদিল রশিদকে স্লগ সুইপ করতে গিয়ে মুশফিক (১৭) ফিরলে ভাঙে ৪৪ রানের সম্ভাবনাময় জুটি। সাকিবও আউট হয়েছেন একই শট খেলতে গিয়ে। মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে করেন ৮ রান।

দারুন খেলতে থাকা নাজমুল হোসেন শান্ত ফিফটি তুলে নেন ৬৭ বলে। এরপর আর বেশিদূর যেতে পারেননি। আদিল রশিদের গুগলিতে পুল করতে গিয়ে জেসন রয়ের তালুবন্দি হয়ে থামে তার ৮২ বলে ৬ বাউন্ডারিতে ৫৮ রানের ইনিংস। এরই সঙ্গে ভাঙে মাহমুদউল্লাহর সঙ্গে পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি। এরপর মার্ক উডের বলে মাহমুদউল্লাহ (৩১) আউট হলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। ১৬২ রানে নেই ৬ উইকেট। আফিফ হোসেন ৯, মেহেদি মিরাজ ৭ রানে ফিরলে দুইশ ছোঁয়া নিয়েই সংশয় জাগে। শেষদিকে তাসকিন (১৪) আর তাইজুল (১০) দলকে টানেন। ২টি করে উইকেট নিয়েছেন আর্চার, মার্ক উড, মঈন আলী এবং আদিল রশিদ।