আড়াইহাজারে ডাকাতের গুলিতে পুলিশের এএসআই সোহরাব গুলিবিদ্ধ। 

0
7
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীতে ডাকাত দলের  সাথে পুলিশের গোলাগুলিতে  আড়াইহাজার থানার এএসআই   সোহরাব হোসেন   গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে আড়াইহাজার  থানা পুলিশের  একটি টহল টিম এএসআই  সোহরাব হোসেন নেতৃত্বে গোপালদী বাজারে অবস্থা নেয় এসময় পুলিশের উপস্থিতি  জানতে পেরে পুলিশ কে  লক্ষ্য  কয়েক রাউন্ড
গুলি করতে থাকে ডাকাতদলের সদস্যরা। পরে পুলিশ  ও পাল্টা  গুলি করে  এসময় ডাকাতদের গুলিতে এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়।পরে  আহত এএসআই সোহরাব হোসেন কে  পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে  ভর্তি করেন। এ বিষয়ে আড়াইহাজার  থানার অফিসার  ইনচার্জ আনিচুর রহমান বলেন  গতকাল  রাতে  আড়াইহাজার থানার গোপালদী বাজারে  স্বর্ণপট্টিতে ডাকাতি  করতে আসা ডাকাতদলের সাথে পুলিশের  গোলাগুলি  হয়েছে এতে পুলিশের  এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়েছে তাঁকে  আহত অবস্থায় উদ্ধার  করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here