আসন্ন গোপালপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী পৌর যুবদলের আহবায়ক সদস্য মোঃ সুমন আলী।।

0
33
শেখ মাহফুজুল আলম
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চান
যুবদলের আহবায়ক সদস্য মোঃ সুমন আলী।তিনি  জানান, আমাকে ধনের শীষ প্রতীক দেওয়া হলে তৃণমূল পর্যায়ে যে উৎসাহ যোগাবে তৃণমূল পর্যায়ে কর্মীরা।
আমার অঙ্গীকার –
১। পৌর বাসী কে মূল্যায়ন করা,
২। শান্তি – শৃঙ্খলা – নীতি বজায় রাখা।
৩। বেকারত্ব দূর করা।
৪। অসহায়ের পাশে থাকা।
৫। দারিদ্র দূর করা।
৬। কর্ম-সংস্থাপন সৃষ্টি করা।
৭। মাদক মুক্ত সমাজ গড়া।
৮। শিক্ষার মান উন্নয়ন ও নিরহ্মতা দূর করা।
৯। রাস্তা ঘাট, ব্রিজ কালভাট নির্মান ও লাইট দ্বারা আলোকিত করা।
১০। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করা।
১১। ধনী – গরিব নির্বিশেষে সবাই বাঁচব মোরা এক সাথে।
শেখ মাহাফুজ আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here