আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা।

0
13

রায়হান আলী

(আশুলিয়া প্রতিনিধি): 

সাভারের আশুলিয়ায় ন স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এঘটনায় নিহতের স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার (২৬ জুলাই) সকালে আশুলিয়ার বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, ভোর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্ত্রী রেবা বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পাষন্ড স্বামী সাব্বির আলী। এ সময় স্বামীও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা স্বামী স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা স্ত্রীকে মৃত ঘোষনা করেন। এদিকে আহত স্বামীর চিকিৎসা সেবা চলছে সেখানে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারণে স্ত্রীকে স্বামী হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। নিহতের বাড়ি বরিশাল জেলায় বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here