আশুলিয়ায় শুরু হল ম‍াস ব‍্যাপী আয়কর মেলা।।

0
15
মোঃশহিদুল ইসলাম ডাবলু 
নিজস্ব প্রতিবেদকঃ
“আমরা স্বাবলম্বী হব সকলে কর দিব” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাভারের আশুলিয়ায় শুরু হয়েছে এক মাস ব্যাপী আয়কর মেলা।  আশুলিয়া রাজস্ব সার্কেল অফিসে এই মেলা চলছে।
আশুলিয়া সার্কেলের উপ কর কমিশনার মেলা উদ্বোধন করেন।
আয়কর মেলা উপলক্ষে হেল্পডেস্ক, স্ব-স্ব সার্কেলের আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তি স্বীকার পত্র প্রদান। নতুন করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন। আয়কর রিটার্ন ফরম চালানো সিটিজেন চার্টার সরবরাহ। অধিক ক্ষেত্র সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান সহ। আয়কর রিটার্ন পুরন সংক্রান্ত তথ্য প্রদানের সব ব‍্যবস্থা রয়েছে এই মেলায়। মেলা উপলক্ষে ভবনটি বেলুন দিয়ে সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে।আশুলিয়ার পলাশবাড়ী এলাকার শাদমান টাওয়ারে রাজস্ব সার্কেলের অফিসে এই মেলা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here