মোঃসোহান আহমেদ সানাউল
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের আশুলিয়ায় শনিবার (২৪ অক্টোবর )রাতে অভিযান চালিয়ে মিনি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড সহ হাতেনাতে ২১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৪)।রবিবার( ২৫ অক্টোবর) দুপুরে র্যাব ৪ এর কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেন র্যাব ৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে র্যাব ৪ জানায়, দীর্ঘদিন ধরে সাভারের আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি এলাকায় এক শ্রেণীর বখাটে যুবকরা মিনি ক্যাসিনো খোলে যুব সমাজ নষ্ট করে দিচ্ছিলো। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।এসময় ঘটনাস্থলে ক্যাসিনো খেলার সময় ২১ জনকে আটক করে র্যাব।এই অভিযানের নেতৃত্ব দেন র্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
এঘটনায় আটককৃতরা হলো- জুয়েল (২৮), সবুজ মিয়া (২৮), শরিফ (২৮), লিটন (৩২),আব্দুল আলিম (৩৫), রবিউল মোল্ল্যা,(২৪), আবু তালেব (২০), দিয়াজুল ইসলাম (২০), শিপন (২০), আজাদুল ইসলাম (৫০), সোহেল মোল্ল্যা (৩২), আসাদুল ইসলাম (৩০),বিল্লাল হোসেন (৩৮),এখলাছ (৩৫), মঈন মিয়া (২৮), মাসুদ রানা (২০), হাবিবুর রহমান (৪৭), মইদুল ইসলাম (৩২),রুবেল মিয়া (৩৩), ফজলে রাব্বী (২২) ও রনি ভুঁইয়া (২৫)। এসময় আটককৃতদের কাছ থেকে ক্যাসিনো খেলার সরঞ্জামাদি, একশো পিস ইয়াবা, ১২ টি বিদেশী বিয়ারের ক্যান, ২২ টি মোবাইল ফোন, নগদ ৩৮ হাজার টাকা ও একটি ইলেকট্রনিক্স ক্যাসিনো বোর্ড জব্দ করা হয়। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
র্যাব ৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ক্যাসিনোর সাথে সম্পৃক্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।