মো:শামিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক।।
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটারগান সহ সাকিব খান নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ। শনিবার ১৮ জুলাই রাতে আশুলিয়ার পলাশবাড়ী গোচারটেক এলাকার স্বপন কুমার বসুর ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মোঃ সাকিব খান (২৩) পাবনা জেলার আমিনপুর থানার দাঁতিয়া মধ্য পাড়া গ্রামের আব্দুল হান্নান ওরফে টিপু মাষ্টারের ছেলে।
এ ব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিম পাড়া এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাকিব খান নামে এক যুবককে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি