নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় গ্রাহকের সেবার মান বাড়াতে তিতাসের জোনাল বিপণন অফিসের শুভ উদ্বোধন করেছেন গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)।
রোববার(৭মে) বিকালে আশুলিয়ার বাইপাইল মডেল টাউন রোড এলাকার ডক্টরস প্যালেসের দ্বিতীয় তলায় তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই জোনাল অফিসটি উদ্বোধন করা হয়।
এ সময় আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লা। তিনি ফিতা ও কেক কেটে অফিসের উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই জোনাল অফিসের ব্যবস্থা করেছে তিতাস। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিতাস ডিস্ট্রিবিউশনের তদারকি করা হবে এই অফিস থেকে।যেহেতু পেট্রো বাংলা থেকে গ্যাস কিনে গ্রাহকদের কাছে ডিস্ট্রিবিউশন করা হয় তাই অবৈধ সংযোগ এর ফলে তিতাসকে গুনতে হয় জরিমানা। এ সময় তিনি ইন্ডাস্ট্রিয়ালসহ যেকোন অবৈধ সংযোগের কোন ইনফরমেশন থাকলে তা তিতাস কর্তৃপক্ষের নিকট জানানোর অনুরোধ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম মিয়া ও উপ ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ ঘোষসহ তিতাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাভার আশুলিয়ার কর্মকর্তা কর্মচারীগণ।