আশুলিয়ায় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে হাত-পা বেঁধে মাইরের অভিযোগ।

0
13

মোঃসোহান আহমেদ সানাউল

নিজস্ব প্রতিবেদকঃ

আশুলিয়ায় অন্য শিক্ষার্থীর চানাচুর চুরি করে খাওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার (৩০ মার্চ) রাতে আশুলিয়ার কুরগাঁও চারিগ্রাম ইসলামিয়া দাখিল মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশু শিক্ষার্থীর নাম মো. সাকিব (১১)। ছুটিতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা নির্যাতনের বিষয়টি জানতে পারেন।

এ ব‍্যাপারে সাকিবের বাবা মোঃ ইব্রাহিম জানান, গত বুধবার রাতে মাদ্রাসার আরেক ছেলের চানাচুর খাওয়া নিয়ে আমার ছেলে সাকিবরে বেধড়ক মারধর করেছে। লাঠি দিয়া মাইরা কিছু রাখে নাই। ওর আম্মায় গোসল করাইতে গিয়া দ্যাখে মাইরের দাগ। পরে আমি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছি।

এ বিষয়ে কথা বলার জন্য ওই শিক্ষককে ফোন দেয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। মাদ্রাসার সভাপতি আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি।

এ ব‍্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। তবে এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।